প্রথম সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (প্রথম সংশোধনী) আইন ১৯৭৩
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ মুজিবুর রহমান
সংশোধনীর বিষয়বস্তু: যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী আপরাধীদের বিচার নিশ্চিত করা।
উত্থাপনকারী: আইনমন্ত্রী ড. কামাল হোসেন
উত্থাপনের তারিখ: ১২ই জুলাই, ১৯৭৩
পাসের তারিখ: ১৫ই জুলাই ১৯৭৩
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১৭ই জুলাই ১৯৭৩
পক্ষে-বিপক্ষে ভোট: ২৫৪-০ (বিরত ৩ জন)
দ্বিতীয় সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (দ্বিতীয় সংশোধনী) আইন ১৯৭৩
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ মুজিবুর রহমান
সংশোধনীর বিষয়বস্তু: অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমনে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে “জরুরি অবস্থা” ঘোষণার বিধান।
উত্থাপনকারী: আইনমন্ত্রী মনোরঞ্জন ধর
উত্থাপনের তারিখ : ১৮ই সেপ্টেম্বর, ১৯৭৩
পাসের তারিখ: ২০শে সেপ্টেম্বর, ১৯৭৩
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২২শে সেপ্টেম্বর ১৯৭৩
পক্ষে-বিপক্ষে ভোট: ২৬৭-০ (স্বতন্ত্র ও বিরোধীরা ওয়াকআউট করেন)
তৃতীয় সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (তৃতীয় সংশোধনী) আইন ১৯৭৪
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ মুজিবুর রহমান
সংশোধনীর বিষয়বস্তু: বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুমোদন এবং চুক্তি অনুযায়ী ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় বিধান
উত্থাপনকারী: আইনমন্ত্রী মনোরঞ্জন ধর
উত্থাপনের তারিখ: ২১শে নভেম্বর, ১৯৭৪
পাসের তারিখ: ২৩শে নভেম্বর ১৯৭৪
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৭শে নভেম্বর ১৯৭৪
পক্ষে-বিপক্ষে ভোট: ২৬১-০৭
চতুর্থ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (চতুর্থ সংশোধনী) আইন ১৯৭৫
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ মুজিবুর রহমান
সংশোধনীর বিষয়বস্তু: সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন এবং বা ক শা ল গঠন
উত্থাপনকারী: আইনমন্ত্রী মনোরঞ্জন ধর
উত্থাপনের তারিখ: ২৫শে জানুয়ারি ১৯৭৫
পাসের তারিখ: ২৫শে জানুয়ারি ১৯৭৫
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৫শে জানুয়ারি ১৯৭৫
পক্ষে-বিপক্ষে ভোট: ২৯৪-০
পঞ্চম সংশোধনী
আইনের শিরোনাম:সংবিধান (পঞ্চম সংশোধনী) আইন ১৯৭৯
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: জিয়াউর রহমান
সংশোধনীর বিষয়বস্তু: ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৯৭৯ সালের ৫ই এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকান্ডকে বৈধতা দান,”বিসমিল্লাহির রাহমানির রাহিম” সংযোজন।
উত্থাপনকারী: সংসদ নেতা শাহ আজিজুর রহমান
উত্থাপনের তারিখ: ৪ই এপ্রিল ১৯৭৯
পাসের তারিখ: ৬ই এপ্রিল ১৯৭৯
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ৪ই এপ্রিল ১৯৭৯
পক্ষে-বিপক্ষে ভোট: ২৪১-০
মন্তব্য: সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত
ষষ্ঠ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (ষষ্ঠ সংশোধনী) আইন ১৯৮১
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: জিয়াউর রহমান
সংশোধনীর বিষয়বস্তু: উপ-রাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরন
উত্থাপনকারী: সংসদ নেতা শাহ আজিজুর রহমান
উত্থাপনের তারিখ: ১লা জুলাই ১৯৮১
পাসের তারিখ: ৮ই জুলাই ১৯৮১
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ৯ই জুলাই ১৯৮১
পক্ষে-বিপক্ষে ভোট: ২৫২-০
মন্তব্য:
সপ্তম সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (সপ্তম সংশোধনী) আইন ১৯৮৬
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: হুসেইন মুহাম্মদ এরশাদ
সংশোধনীর বিষয়বস্তু: ১৯৮২ সালের ২৪শে মার্চ থেকে ১৯৮৬ সালের ৯ই নভেম্বর পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকাকালীন সময়ে প্রণীত সকল ফরমান, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, নির্দেশ ও অধ্যাদেশসহ অন্যান্য সকল আইন অনুমোদন।
উত্থাপনকারী: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী বিচারপতি কে এম নুরুল ইসলাম
উত্থাপনের তারিখ: ১০ই নভেম্বর ১৯৮৬
পাসের তারিখ: ১০ই নভেম্বর ১৯৮৬
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১০ই নভেম্বর ১৯৮৬
পক্ষে-বিপক্ষে ভোট: ২২৩-০
মন্তব্য: সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত
অষ্টম সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (অষ্টম সংশোধনী) আইন ১৯৮৮
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: হুসেইন মুহাম্মদ এরশাদ
সংশোধনীর বিষয়বস্তু: রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান ও ঢাকার বাইরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca-এর নাম Dhaka এবং Bangali-এর নাম Bangla-তে পরিবর্তন করা হয়।
উত্থাপনকারী: সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ
উত্থাপনের তারিখ: ১১ই মে ১৯৮৮
পাসের তারিখ: ৭ই জুন ১৯৮৮
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ৯ই জুন ১৯৮৮
পক্ষে-বিপক্ষে ভোট: ৯ই জুন ১৯৮৮
সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (নবম সংশোধনী) আইন ১৯৮৯
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: হুসেইন মুহাম্মদ এরশাদ
সংশোধনীর বিষয়বস্তু: রাষ্ট্রপতি পদে নির্বাচনের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা, রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তিকে পর পর দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা।
উত্থাপনকারী: সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ
উত্থাপনের তারিখ: ৬ই জুলাই ১৯৮৯
পাসের তারিখ: ১০ই জুলাই ১৯৮৯
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১১ই জুলাই ১৯৮৯
পক্ষে-বিপক্ষে ভোট: ২৭২-০
দশম সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (দশম সংশোধনী) আইন ১৯৯০
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: হুসেইন মুহাম্মদ এরশাদ
সংশোধনীর বিষয়বস্তু: রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ১৮০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদের বাংলা ভাষ্য সংশোধন ও সংসদে মহিলাদের ৩০টি আসন আরো ১০ বছরকালের জন্য সংরক্ষণ।
উত্থাপনকারী: আইন ও বিচারমন্ত্রী হাবিবুল ইসলাম
উত্থাপনের তারিখ: ১০ই জুন ১৯৯০
পাসের তারিখ: ১২ই জুন ১৯৯০
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৩শে জুন ১৯৯০
পক্ষে-বিপক্ষে ভোট: ২২৬-০
একাদশ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (একাদশ সংশোধনী) আইন ১৯৯১
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শাহাবুদ্দিন আহমেদ (প্রধান উপদেষ্টা)
সংশোধনীর বিষয়বস্তু: অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্বপদে ফিরে যাবার বিধান।
উত্থাপনকারী: আইন ও বিচারমন্ত্রী মীর্জা গোলাম হাফিজ
উত্থাপনের তারিখ: ২রা জুলাই ১৯৯১
পাসের তারিখ: ৬ই আগস্ট ১৯৯১
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১০ই আগস্ট ১৯৯১
পক্ষে-বিপক্ষে ভোট: ২৭৮-০
দ্বাদশ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (দ্বাদশ সংশোধনী) আইন ১৯৯১
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া
সংশোধনীর বিষয়বস্তু: সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রবর্তন ও উপরাষ্ট্রপতি পদ বিলুপ্তি।
উত্থাপনকারী: প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
উত্থাপনের তারিখ: ২রা জুলাই ১৯৯১
পাসের তারিখ: ৬ই আগস্ট ১৯৯১
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১৮ই সেপ্টেম্বর ১৯৯১
পক্ষে-বিপক্ষে ভোট: ৩০৭-০
ত্রয়োদশ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (ত্রয়োদশ সংশোধনী) আইন ১৯৯৬
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া
সংশোধনীর বিষয়বস্তু: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ-নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন।
উত্থাপনকারী: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জমির উদ্দিন সরকার
উত্থাপনের তারিখ: ২১শে মার্চ ১৯৯৬
পাসের তারিখ: ২৭শে মার্চ ১৯৯৬
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৮শে মার্চ ১৯৯৬
পক্ষে-বিপক্ষে ভোট: ২৬৮-০
মন্তব্য: সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত
চতুর্দশ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (চতুর্দশ সংশোধনী) আইন ২০০৪
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া
সংশোধনীর বিষয়বস্তু: নারীদের জন্য সংসদে ৪৫টি সংসদীয় আসন সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ, অর্থ বিল, সংসদ সদস্যদের শপথ, সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি।
উত্থাপনকারী: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ
উত্থাপনের তারিখ: ২৭শে মার্চ ২০০৪, দ্বিতীয়বার ২৮শে এপ্রিল ২০০৪
পাসের তারিখ: ১৬ই মে ২০০৪
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১৭ মে ২০০৪
পক্ষে-বিপক্ষে ভোট: ২২৬-১
পঞ্চদশ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (পঞ্চদশ সংশোধনী) আইন ২০১১
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ হাসিনা
সংশোধনীর বিষয়বস্তু: সংবিধানের প্রস্তাবনা সংশোধন, ১৯৭২-এর মূলনীতি পূনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ, ১/১১ পরবর্তী দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ম বহির্ভুতভাবে ৯০ দিনের অধিক ক্ষমতায় থাকার বিষয়টি প্রমার্জ্জনা, নারীদের জন্য সংসদে ৫০ টি সংসদীয় আসন সংরক্ষণ, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি।
উত্থাপনকারী: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ
উত্থাপনের তারিখ: ২৫শে জুন ২০১১
পাসের তারিখ: ৩০শে জুন ২০১১
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ৩রা জুলাই ২০১১
পক্ষে-বিপক্ষে ভোট: ২৯১-১
ষোড়শ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (ষোড়শ সংশোধনী) আইন ২০১৪
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ হাসিনা
সংশোধনীর বিষয়বস্তু: বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া।
উত্থাপনকারী: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক
উত্থাপনের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০১৪
পাসের তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০১৪
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২২ সেপ্টেম্বর ২০১৪
পক্ষে-বিপক্ষে ভোট: ৩২৮-০
মন্তব্য: সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত
সপ্তদশ সংশোধনী
আইনের শিরোনাম: সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন – ২০১৮
তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ হাসিনা
সংশোধনীর বিষয়বস্তু: আরও ২৫ বছরের জন্য জাতীয় সংসদের ৫০টি আসন শুধুমাত্র নারী সদস্যদের জন্য সংরক্ষিত রাখা।
উত্থাপনকারী: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক
উত্থাপনের তারিখ: ১০ এপ্রিল ২০১৮
পাসের তারিখ: ৮ জুলাই ২০১৮
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৯ জুলাই ২০১৮
পক্ষে-বিপক্ষে ভোট: ২৯৮-০
Leave a Reply