• Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer
  • Home
  • সংবিধান
  • বিজেএস
  • পিএসসি
  • বাংলাদেশ বার কাউন্সিল
  • আইনী সেবা
  • বিবিধ
  • গ্যাজেট
  • আমদের সম্পর্কে জানুন
    • যোগাযোগ করুন
    • প্রাইভেসি পলিসি

আইনকোষ

মৌনতাই সম্মতির লক্ষণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ‍সকল সংশোধনীসমূহ – ১৭তম সংশোধনীসহ

Last Updated On December 15, 2020

প্রথম সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (প্রথম সংশোধনী) আইন ১৯৭৩

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ মুজিবুর রহমান

সংশোধনীর বিষয়বস্তু: যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী আপরাধীদের বিচার নিশ্চিত করা।

উত্থাপনকারী: আইনমন্ত্রী ড. কামাল হোসেন

উত্থাপনের তারিখ: ১২ই জুলাই, ১৯৭৩

পাসের তারিখ: ১৫ই জুলাই ১৯৭৩

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১৭ই জুলাই ১৯৭৩

পক্ষে-বিপক্ষে ভোট: ২৫৪-০ (বিরত ৩ জন)

দ্বিতীয় সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (দ্বিতীয় সংশোধনী) আইন ১৯৭৩

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ মুজিবুর রহমান

সংশোধনীর বিষয়বস্তু: অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমনে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে “জরুরি অবস্থা” ঘোষণার বিধান।

উত্থাপনকারী: আইনমন্ত্রী মনোরঞ্জন ধর

উত্থাপনের তারিখ : ১৮ই সেপ্টেম্বর, ১৯৭৩

পাসের তারিখ: ২০শে সেপ্টেম্বর, ১৯৭৩

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২২শে সেপ্টেম্বর ১৯৭৩

পক্ষে-বিপক্ষে ভোট: ২৬৭-০ (স্বতন্ত্র ও বিরোধীরা ওয়াকআউট করেন)

তৃতীয় সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (তৃতীয় সংশোধনী) আইন ১৯৭৪

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ মুজিবুর রহমান

সংশোধনীর বিষয়বস্তু: বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুমোদন এবং চুক্তি অনুযায়ী ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় বিধান

উত্থাপনকারী: আইনমন্ত্রী মনোরঞ্জন ধর

উত্থাপনের তারিখ:  ২১শে নভেম্বর, ১৯৭৪

পাসের তারিখ: ২৩শে নভেম্বর ১৯৭৪

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৭শে নভেম্বর ১৯৭৪

পক্ষে-বিপক্ষে ভোট: ২৬১-০৭

চতুর্থ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (চতুর্থ সংশোধনী) আইন ১৯৭৫

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ মুজিবুর রহমান

সংশোধনীর বিষয়বস্তু: সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন এবং বা ক শা ল গঠন

উত্থাপনকারী: আইনমন্ত্রী মনোরঞ্জন ধর

উত্থাপনের তারিখ: ২৫শে জানুয়ারি ১৯৭৫

পাসের তারিখ: ২৫শে জানুয়ারি ১৯৭৫

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৫শে জানুয়ারি ১৯৭৫

পক্ষে-বিপক্ষে ভোট: ২৯৪-০

পঞ্চম সংশোধনী

আইনের শিরোনাম:সংবিধান (পঞ্চম সংশোধনী) আইন ১৯৭৯

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: জিয়াউর রহমান

সংশোধনীর বিষয়বস্তু: ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৯৭৯ সালের ৫ই এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকান্ডকে বৈধতা দান,”বিসমিল্লাহির রাহমানির রাহিম” সংযোজন।

উত্থাপনকারী: সংসদ নেতা শাহ আজিজুর রহমান

উত্থাপনের তারিখ: ৪ই এপ্রিল ১৯৭৯

পাসের তারিখ: ৬ই এপ্রিল ১৯৭৯

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ৪ই এপ্রিল ১৯৭৯

পক্ষে-বিপক্ষে ভোট: ২৪১-০

মন্তব্য: সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত

ষষ্ঠ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (ষষ্ঠ সংশোধনী) আইন ১৯৮১

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: জিয়াউর রহমান

সংশোধনীর বিষয়বস্তু: উপ-রাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরন

উত্থাপনকারী: সংসদ নেতা শাহ আজিজুর রহমান

উত্থাপনের তারিখ: ১লা জুলাই ১৯৮১

পাসের তারিখ: ৮ই জুলাই ১৯৮১

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ৯ই জুলাই ১৯৮১

পক্ষে-বিপক্ষে ভোট: ২৫২-০

মন্তব্য:

সপ্তম সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (সপ্তম সংশোধনী) আইন ১৯৮৬

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: হুসেইন মুহাম্মদ এরশাদ

সংশোধনীর বিষয়বস্তু: ১৯৮২ সালের ২৪শে মার্চ থেকে ১৯৮৬ সালের ৯ই নভেম্বর পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকাকালীন সময়ে প্রণীত সকল ফরমান, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, নির্দেশ ও অধ্যাদেশসহ অন্যান্য সকল আইন অনুমোদন।

উত্থাপনকারী: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী বিচারপতি কে এম নুরুল ইসলাম

উত্থাপনের তারিখ: ১০ই নভেম্বর ১৯৮৬

পাসের তারিখ: ১০ই নভেম্বর ১৯৮৬

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১০ই নভেম্বর ১৯৮৬

পক্ষে-বিপক্ষে ভোট: ২২৩-০

মন্তব্য: সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত

অষ্টম সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (অষ্টম সংশোধনী) আইন ১৯৮৮

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: হুসেইন মুহাম্মদ এরশাদ

সংশোধনীর বিষয়বস্তু: রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান ও ঢাকার বাইরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca-এর নাম Dhaka এবং Bangali-এর নাম Bangla-তে পরিবর্তন করা হয়।

উত্থাপনকারী: সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ

উত্থাপনের তারিখ: ১১ই মে ১৯৮৮

পাসের তারিখ: ৭ই জুন ১৯৮৮

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ৯ই জুন ১৯৮৮

পক্ষে-বিপক্ষে ভোট: ৯ই জুন ১৯৮৮

সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (নবম সংশোধনী) আইন ১৯৮৯

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: হুসেইন মুহাম্মদ এরশাদ

সংশোধনীর বিষয়বস্তু: রাষ্ট্রপতি পদে নির্বাচনের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা, রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তিকে পর পর দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা।

উত্থাপনকারী: সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ

উত্থাপনের তারিখ: ৬ই জুলাই ১৯৮৯

পাসের তারিখ: ১০ই জুলাই ১৯৮৯

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১১ই জুলাই ১৯৮৯

পক্ষে-বিপক্ষে ভোট: ২৭২-০

দশম সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (দশম সংশোধনী) আইন ১৯৯০

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: হুসেইন মুহাম্মদ এরশাদ

সংশোধনীর বিষয়বস্তু: রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ১৮০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদের বাংলা ভাষ্য সংশোধন ও সংসদে মহিলাদের ৩০টি আসন আরো ১০ বছরকালের জন্য সংরক্ষণ।

উত্থাপনকারী: আইন ও বিচারমন্ত্রী হাবিবুল ইসলাম

উত্থাপনের তারিখ: ১০ই জুন ১৯৯০

পাসের তারিখ: ১২ই জুন ১৯৯০

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৩শে জুন ১৯৯০

পক্ষে-বিপক্ষে ভোট: ২২৬-০

একাদশ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (একাদশ সংশোধনী) আইন ১৯৯১

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শাহাবুদ্দিন আহমেদ (প্রধান উপদেষ্টা)

সংশোধনীর বিষয়বস্তু: অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্বপদে ফিরে যাবার বিধান।

উত্থাপনকারী: আইন ও বিচারমন্ত্রী মীর্জা গোলাম হাফিজ

উত্থাপনের তারিখ: ২রা জুলাই ১৯৯১

পাসের তারিখ: ৬ই আগস্ট ১৯৯১

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১০ই আগস্ট ১৯৯১

পক্ষে-বিপক্ষে ভোট: ২৭৮-০

দ্বাদশ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (দ্বাদশ সংশোধনী) আইন ১৯৯১

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া

সংশোধনীর বিষয়বস্তু: সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রবর্তন ও উপরাষ্ট্রপতি পদ বিলুপ্তি।

উত্থাপনকারী: প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

উত্থাপনের তারিখ: ২রা জুলাই ১৯৯১

পাসের তারিখ: ৬ই আগস্ট ১৯৯১

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১৮ই সেপ্টেম্বর ১৯৯১

পক্ষে-বিপক্ষে ভোট: ৩০৭-০

ত্রয়োদশ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (ত্রয়োদশ সংশোধনী) আইন ১৯৯৬

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া

সংশোধনীর বিষয়বস্তু: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ-নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন।

উত্থাপনকারী: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জমির উদ্দিন সরকার

উত্থাপনের তারিখ: ২১শে মার্চ ১৯৯৬

পাসের তারিখ: ২৭শে মার্চ ১৯৯৬

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৮শে মার্চ ১৯৯৬

পক্ষে-বিপক্ষে ভোট: ২৬৮-০

মন্তব্য: সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত

চতুর্দশ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (চতুর্দশ সংশোধনী) আইন ২০০৪

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া

সংশোধনীর বিষয়বস্তু: নারীদের জন্য সংসদে ৪৫টি সংসদীয় আসন সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ, অর্থ বিল, সংসদ সদস্যদের শপথ, সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি।

উত্থাপনকারী: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ

উত্থাপনের তারিখ: ২৭শে মার্চ ২০০৪, দ্বিতীয়বার ২৮শে এপ্রিল ২০০৪

পাসের তারিখ: ১৬ই মে ২০০৪

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ১৭ মে ২০০৪

পক্ষে-বিপক্ষে ভোট: ২২৬-১

পঞ্চদশ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (পঞ্চদশ সংশোধনী) আইন ২০১১

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

সংশোধনীর বিষয়বস্তু: সংবিধানের প্রস্তাবনা সংশোধন, ১৯৭২-এর মূলনীতি পূনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ, ১/১১ পরবর্তী দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ম বহির্ভুতভাবে ৯০ দিনের অধিক ক্ষমতায় থাকার বিষয়টি প্রমার্জ্জনা, নারীদের জন্য সংসদে ৫০ টি সংসদীয় আসন সংরক্ষণ, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি।

উত্থাপনকারী: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ

উত্থাপনের তারিখ: ২৫শে জুন ২০১১

পাসের তারিখ: ৩০শে জুন ২০১১

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ৩রা জুলাই ২০১১

পক্ষে-বিপক্ষে ভোট: ২৯১-১

ষোড়শ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (ষোড়শ সংশোধনী) আইন ২০১৪

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

সংশোধনীর বিষয়বস্তু: বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া।

উত্থাপনকারী: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

উত্থাপনের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০১৪

পাসের তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০১৪

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২২ সেপ্টেম্বর ২০১৪

পক্ষে-বিপক্ষে ভোট: ৩২৮-০

মন্তব্য: সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত

সপ্তদশ সংশোধনী

আইনের শিরোনাম: সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন – ২০১৮

তৎকালীন রাষ্ট্রপতি/ প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

সংশোধনীর বিষয়বস্তু: আরও ২৫ বছরের জন্য জাতীয় সংসদের ৫০টি আসন শুধুমাত্র নারী সদস্যদের জন্য সংরক্ষিত রাখা।

উত্থাপনকারী: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

উত্থাপনের তারিখ: ১০ এপ্রিল ২০১৮

পাসের তারিখ: ৮ জুলাই ২০১৮

রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ: ২৯ জুলাই ২০১৮

পক্ষে-বিপক্ষে ভোট: ২৯৮-০

Filed Under: সংবিধান Tagged With: সংশোধনীসমূহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

E-mail Newsletter

বিঞ্জাপন

  • Facebook
  • GitHub
  • Instagram
  • Pinterest
  • Twitter
  • YouTube

More to See

৪০তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্ন-উত্তর

December 18, 2020 By Editor

BCS Cadre Choice suggestion by Shamim anwar

বিসিএস ক্যাডার চয়েস – সঠিক ক্যাডার পছন্দক্রম কিভাবে নির্ধারণ করবেন

December 15, 2020 By Editor

Tags

জুডিশিয়াল সার্ভিস কমিশন দান পাবলিক সার্ভিস কমিশন প্রিলিমিনারি প্রিলিমিনারী সংক্রামক রোগ আইন ২০১৮ সংশোধনীসমূহ সাধারণ ডায়েরি হেবা

Footer

আইনকোষ

আইন বিষয়ক সঠিক ও নির্ভল তথ্য পাঠকের কাছে তুলে ধরা ল এক্সাম ব্লগ এর মৌলিক উদ্দেশ্য। একজন সচেতন নাগরিক হিসেবে আইন মেন চলা আমাদের সকলের একান্ত কর্তব্য। সেই সাথে আমাদের জানা উচিত নিজ অধিকার ও অর্পিত দায়িত্ব সমূহকে।

Recent

  • পূর্ণাঙ্গ বিজেএস প্রিলিমিনারী এক্সাম প্রিপারেশন | BJS Preliminary Exam Full Preparation Guide
  • ৪০তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্ন-উত্তর
  • বিসিএস ক্যাডার চয়েস – সঠিক ক্যাডার পছন্দক্রম কিভাবে নির্ধারণ করবেন
  • 5th BJS Preliminary Question & Answer 2010
  • অ্যাডভোকেটশীপ প্রিলিমিনারিতে পাশকৃত শিক্ষার্থীদের মিলবে দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ – প্রজ্ঞাপন জারি

Search

Tags

জুডিশিয়াল সার্ভিস কমিশন দান পাবলিক সার্ভিস কমিশন প্রিলিমিনারি প্রিলিমিনারী সংক্রামক রোগ আইন ২০১৮ সংশোধনীসমূহ সাধারণ ডায়েরি হেবা